কুড়িগ্রামে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/IMG_20220727_164146-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিউটের আয়োজনে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বুধবার (২৭ জুলাই) দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এমজেএসকেএস পরিচালক শ্যামল চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার শর্মা ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, কর্মশালা সময়কারী মজিবুর রহমান। কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সচিবগণ। কর্মশালায় ৫টি শিখন মনোনীত করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন