কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
৩০ ডিসেম্বরকে ভোটাধিকার হরন দিবস হিসেবে পালন করেছে বিএনপি।এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি সভাপতি সফিকুল ইসলাম বেবু।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,আওয়ামীলীগ জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আওয়ামীলীগের অধীনে কখনও কোন নির্বাচন সুষ্ঠু হয়নি।তারা আরো বলেন,বর্তমান সরকার ৩০ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে শেষ করে। এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাওয়া উচিৎ নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন