কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230129_141531-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মুল করি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ও লেপ্রা বাংলাদেশ’র উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও ১৫জন কুষ্ঠ রোগীকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়।
এ উপলক্ষে রবিবার (২৯ জানুয়ারী) সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।
পরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, টিবি ল্যাপরসি বিভাগের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আবু যুবায়ের, মেডিকেল অফিসার ডা. দেবজিৎ রায়, ডা. জারিন তাসলিন, ডা. মো. আনম গোলাম মোহাইমেন, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫ হাজার ৩৯৮জন রোগী সনাক্ত করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা রয়েছে ২০জন। পরে ১৫জন রোগীকে ৪শ’ টাকা করে প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন