কুড়িগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
কুড়িগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন।
এসময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব নীলুসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে জানানো হয়, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলায় ৯ উপজেলা ও ৩ পৌরসভার ১৮শ ৭৩টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার ৯শ ৩১ জন শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২শ ২ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন