কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট ৩শ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/Kurigram-Red-Crescent-Society-photo-1-31.08.2022-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের ৩শ পরিবারের মাঝে ৪হাজার ৫শত টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এটিএম আকতার হোসেন চিনু, ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও ডেলিগেট অলক সরকার, ইউনিট লেভেল অফিসার এবিএম বায়েজীদ, ডিআর ডিপার্টমেন্টের কর্মকর্তা মফিজুর রহমান নয়ন প্রমূখ।
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এটিএম আকতার হোসেন চিনু জানান, কোভিড কালীন সময় থেকে এখন পর্যন্ত রেড ক্রিসেন্ট স্যোসাইটির এ সহযোগীতা অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন