কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মাববন্ধনের আয়োজন করে বাংলাদশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কুড়িগ্রাম শাখা। মাববন্ধনে ৭ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রীর এবং শিক্ষা মন্ত্রীর নিকট জোর দাবি জানানো হয়। পরে কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়কে ৭ দফা দাবি সম্বলতি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন-বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কুড়িগ্রাম শাখার সভাপতি মো:আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
আগামী সোমবার (৬ মার্চের) মধ্যে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা না দিলে বৃহত্তর আন্দোলন সহ জাতীয় প্রসক্লাবে আমরণ অনশনের হুমকি দেন নেতারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন