কুড়িগ্রামে ৭বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/Kurigram-Child-Rape-Case-One-Man-Arrest-News-Photo-07-05-2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে ৭বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আলম মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত আলম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে মৃত ওমর আলীর পূত্র এবং একজন চায়ের দোকানের কর্মচারী।
এ ঘটনায় কন্যা শিশুর মা শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে চা কর্মচারী আলমের বিরুদ্ধে। তিনদিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি কন্যা শিশুটি। পরে প্রচন্ড ব্যাথা ও রক্তপাত হওয়ায় গত রাতে মাকে সব ঘটনা খুলে বলে সে। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো হয়।
মেয়েটি নানা-নানীর সাথে বসবাস করে। তার মা শহরে দর্জির কাজ করে। তার বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছে। নানা-নানী কন্যা শিশুটিকে বাড়ীতে রেখে রাস্তায় মাটির কাজ করতে যাওয়ার ফাঁকে তাদের বাড়ী সংলগ্ন চায়ের কর্মচারী আলম মেয়েটিকে ধর্ষণ করে বলে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন