কুড়িগ্রামে স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
২৬ মার্চ রবিবার স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৩ উপলক্ষে উপলক্ষে কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর আনসার কন্টিজেন্ট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশগ্রহণ করে।
এছাড়াও কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি সদর দপ্তরের নির্দেশনায় বাহিনীর বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফারুক হোসেন। সংবর্ধনাপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাগণ হলে অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ ফজলার রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ভুরুঙ্গামারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, কুড়িগ্রাম জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম জেলার অফিস সহকারী মোছাঃ আঞ্জুমানা ও ব্যাটালিয়নের পিসি মোঃ আব্দুর রশিদ, ব্যাটালিয়ন আনসারগণ এবং অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ। এরপর বাদ যোহর কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নামাজঘরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন