কুড়িগ্রাম ও লালমনিরহাটে আনসার ও ভিডিপি’র উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম ও লালমনিরহাটে আনসার ও ভিডিপি’র উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এবং লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া।
ছিনাই ইউনিয়নে বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ইয়াকুব খন্দকার, ভিডিপি গ্রাম দলনেতা খন্দকার মাহাবুবুর রহমান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
কুলাঘাটে বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্ব বড়ুয়া জামে মসজিদের সহ-সভাপতি সৈয়দ আলী এবং কুলাঘাটের বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম সুমন।
এসময় ১৫০ জন দুস্থ ব্যক্তিকে ত্রিশ হাজার টাকা মূল্যের শীতবস্ত্র বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উদ্দ্যেগে গঠিত তহবিল হতে প্রতিবছর দুস্থদের মাঝে বস্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অন্যান্য বছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন আনসার ও ভিডিপি’র পরিচালক মো. মাহবুবুর রহমান, পিএএম, জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট টিটুল মিয়া, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ উজ্জামান ও হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অনেকেই।
অনুষ্ঠান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন