কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Kurigram-Corona-Death-photo-10.07.2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের শামসুল হক (৬৮), ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাঁড় এলাকার সখিনা বেগম (৬০), এবং ফুলবাড়ী উপজেলার রাবাইটারী গ্রামের সফিউর রহমান (৯০)। এদের মধ্যে শামসুল হক করোনা পজেটিভ ছিলেন। বাকি দুইজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজেটিভ এবং ২৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, ৯ জুলাই পর্যন্ত জেলায় ১১ হাজার ১২৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪০২ জন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন