কুড়িগ্রাম সদরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/Kurigram-Livestock-Exhibition-photo-16.02.2022-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
আলোচনা অনুষ্ঠানে সদর উপজেরা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বীরেন্দ্রনাথ রায় প্রমুখ।
প্রাণিসম্পদ মেলায় ৪০জন খামারী তাদের স্টলে সুস্থ্য ও স্বাস্থ্যবান বিভিন্ন প্রাণি প্রদর্শনের ব্যবস্থা করেছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীর আয়োজন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন