কুয়াকাটার ভাঙ্গন রোধে ৯৫০ কোটি টাকার প্রকল্প
তরিঘরি করে ভাঙ্গন প্রতিরোধ সম্ভব নয়। বিদেশী বিশেষজ্ঞরা রয়েছেন যারা নেদারল্যান্ড সহ আন্তর্জাতিক মানদন্ডে সৈকত রক্ষার কাজ করেছেন। তাদের দিয়ে কক্সবাজার ও কুয়াকাটা সৈকত রক্ষার কাজ করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গন কবলিত কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদশর্ন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
মন্ত্রী আরো বলেন, কক্সবাজার সৈকতের আগে কুয়াকাটায় সৈকত রক্ষার কাজ শুরুহবে। ৯৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে, যেটি বাস্তবায়িত হলে কুয়াকাটা হবে আরো দৃস্টিনন্দন। দেশী বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষন করবে। আপাতত অস্থায়ী ভাবে জিওটিউব দিয়ে বালুক্ষয় রোধের চেষ্টা করা হচ্ছে। যাতে সৈকত আরো প্রশস্ত হবে। পরবর্তীতে এখানে স্থায়ী গ্রোয়েন বাঁধ নির্মান করা হবে।
এসময় পানি উন্নয়ন বিভাগের মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক বীর মুক্তযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকালে মন্ত্রী পায়রা বন্দর হয়ে উপজেলার লালুয়া ও নিজামপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন