কুয়াকাটার সৈকতে অবস্থান করায় পর্যটকদের অর্থদন্ড
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সৈকতে অবস্থান করার দায়ে ১৭ পর্যটককে ৬ হাজার ৯’শ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে পর্যটক রাখার দায়ে সাতটি আবাসিক হোটেল মালিককে ৪৯ হাজার জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল। এছাড়া অবৈধ ভাবে সমুদ্রতীরে সরকারী জায়গা দখল করে গড়ে তোলা ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন