কুয়াকাটার সৈকতে বিক্রি হচ্ছে মেলো মেলো প্রজাতির শামুক
কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার পর্যটকদের খাদ্য তালিকায় যোগ হয়েছে মেলো মেলো প্রজাতির শামুক।
রোববার (২ এপ্রিল) বিকেলে ফিস ফ্রাই মার্কেটের আবদুর রশিদের দোকানে এসব শামুকের দেখা মেলে। তবে এই সৈকতের ফ্রাই দোকানে এসব নতুন শামুকের দেখা পাওয়ায় শখ করে এর স্বাদ গ্রহন করছেন অনেক পর্যটকরা।
ফ্রাই দোকানী আবদুর রশিদ জানান, শামুকগুলো রোববার গভীর সমুদ্র থেকে আসা একজন জেলের কাছ থেকে সাতশো টাকা দরে কেজি কিনেছেন তিনি। এগুলোর ওজন ৮’শ থেকে ১৪’শ গ্রাম পর্যন্ত রয়েছে। শামুকগুলো প্রথম এই মার্কেটে আনার পর এখন পর্যন্ত ২-৩টা বিক্রি করেছেন বলেও জানান। তবে পর্যটকরা খেয়ে স্বাদ পেয়েছে বলছেন এই বিক্রেতা ।
সুনাম নামের এক পর্যটক বলেন, এর আগে মাছ ফ্রাই খেয়েছি সেগুলো বেশ স্বাদছিল। আজকে এসে হঠাৎ শামুক দেখলাম। এটা নাকি খেতে সুস্বাদু তাই অর্ডার করলাম। খেয়ে বেশ ভালোই লেগেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রের এই মেলো মেলো প্রজাতির শামুকটি ভারত ও মিয়ানমারে পাওয়া যায়। তবে বাংলাদেশের চট্রগ্রাম ও কক্সবাজারে কিছু পরিমান পাওয়া গেলেও আমাদের এই অঞ্চলে এগুলো একদমই পাওয়া যায়না। যেগুলো পাওয়া গেছে সেগুলো আমার জানামতে প্রথম। ভলুটিডে পরিবারের একটি সামুদ্রিক গ্যাস্ট্রোপড মোলাস্ক, ভোলুটিস হলো এই শামুক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন