কুয়াকাটায় গভীর সমুদ্রে ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ
লঘুচাপের কারণে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে ৪টি মাছ ধরার ট্রলারের ৭০ জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) আলীপুর মৎস্য বন্দর সভাপতি আনসার মোল্লা একথা জানান।
তিনি জানান, উপকূল থেকে গত কয়েকদিনে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। মাছ ধরা শেষে অন্য ট্রলারগুলো তীরে ফিরে এলেও গতকাল বিকেল থেকে ৪টি ট্রলালের সঙ্গে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন জেলে। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে গভীর সমুদ্র বলেশ্বর এলাকা থেকে নিখোঁজ হওয়া এমভি জাহাঙ্গীর’ ট্রলারে থাকা ৮ জেলের এখনো সন্ধান পায়নি কোস্টগার্ড। ওই ট্রলার থেকে জেলেরা পরিবারকে মোবাইলে নিজেদের সবশেষ অবস্থান নিশ্চিত করলেও খুঁজে বের করতে পারেনি কোস্টগার্ড।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন