কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের মাছ ধরা ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার
বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পরে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গপসাগরে ১১ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার নিমজ্জিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আন্ধারমানিক মোহনা সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
এসময় সাথেই থাকা অন্য একটি মাছ ধরা ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারটির ১১ জেলেকে অক্ষাত অবস্থায় উদ্ধার করে। তবে ট্রলারটির কোন হদিস মেলেনি। পরে শেষ বিকালে উদ্ধারকৃত জেলেদের পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার জ্ঞান পাড়া এলাকায় নিরাপদে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।
তিনি জানান, পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পরে ডুবে যায়। তবে ট্রলারটি হদিস না মিললেও পাশে থাকা অন্য একটি ট্রলার ১১ জেলেকে উদ্ধার করে নিয়ে তীরে ফিরে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন