কুয়েত মৈত্রী হলে রাতেই ভোট, প্রাধ্যক্ষ বরখাস্ত

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় হল ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে বরখাস্ত করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটগ্রহণও স্থগিত করা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক মাহবুবা নাসরিনকে।

এর আগে সোমবার ১১ (মার্চ) সকালে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেজন্য কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

সকাল ৮টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নিদিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। তারা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরই বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে।