কূটনীতিকদের ব্রিফ করে মিডিয়া এড়ালো বিএনপি
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সম্পর্কে ব্রিফ করেছে বিএনপি।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে বিএনপির নেতারা এ ব্রিফ করেন।
ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করা হয়।
তবে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে বিএনপির নেতারা কথা বলেননি। কূটনীতিকদের পক্ষ থেকেও কোনো ব্রিফ করা হয়নি।
তুরস্ক, নরওয়ে, অস্টেলিয়া, স্পেন, জাপান, চীন, ইইউ, মরক্কো, সওইডেন, ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড, জার্মানি, ইন্দোনেশিয়া, ইউএনডিপি, ভিয়েতনাম, পাকিস্তানসহ অন্তত ৩০টি দেশ ও সংস্থার কূটনীতিক এই বৈঠকে অংশ নেন।
বিএনপির পক্ষে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মীর হেলাল, জেবা খান, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি প্রমুখ।
গতকাল রোববার বিএনপি, তাদের ২০ দলীয় জোট এবং নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়।
এর আগে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করে। যদিও সোমবার পুনঃতফসিলে ভোটের দিন ৩০ ডিসেম্বর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন