কৃষকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা
অবশেষে টাঙ্গাইল কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের আব্দুল মালেকের ধান কাটা শুরু হয়েছে। শ্রমিকের মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকি প্রতিবাদ হিসেবে তার ধান ক্ষেতে আগুন দেয়।
আজ দুপুরে জেলার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আব্দুল মালেকের ক্ষেতে ধান কেটে দেন। শিক্ষার্থীরা বলেন, কৃষক আব্দুল মালেককে সহযোগিতা করার জন্য ধান কেটে দেন।
আর আব্দুল মালেক বলেন, শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ স্বরুপ তিনি ক্ষেতে আগুন দেন। তবে শিক্ষার্থীরা তার ধান কেটে দেয়ায় তিনি অনেক খুশি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন