কৃষক জনগোষ্ঠির উন্নতি হলেই দেশের উন্নয়ন হবে নওগাঁর মান্দায় কৃষক সমাবেশে: ডাঃ একরামুল বারী টিপু
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি শহীদ মামুন হাইস্কুল এন্ড কলেজ মাঠে কৃষকদলের সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তা বাদী বি এন পির মান্দা উপজেলার মনোনয়ন প্রত্যাসী ডাঃ একরামুল বারী টিপু বলেন, আগামিতে দেশের উন্নয়নকাজে কৃষক সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে।
কেননা, কৃষক সমাজের ভাগ্যের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। তাই বিএনপি দেশসেবার সুযোগ পেলে কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাপকভাবে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ঘোষনা দিয়েছেন।
আজকে ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি শহীদ মামুন হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু একথা বলেন। এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, মাসুদ রানা প্রমুখ নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন