কৃষি ও কৃষকের ভাগ্য পরিবর্তনে দেশ দ্রুত স্বনির্ভরের দিকে এগিয়ে যাবে — অ্যাড. স্মৃতি এমপি
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদে কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে আনুষ্ঠানিক বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়ন এলাকার গড়েয়া গ্রামে কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে আনুষ্ঠানিক বোরো ধান কর্তনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। তিনি এসময় বলেন, কৃষি ও কৃষকের ভাগ্য পরিবর্তনের সাথে দেশ দ্রুত স্বনির্ভরের দিকে এগিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুনার রশিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বতজান চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুলসহ অন্যান্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন