কৃষি খাত সংস্কারের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠনের পথসভা

বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষি খাতের সংকট ও কৃষকদের ন্যায্য অধিকার এবং কৃষিখাত সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে কিশোরগঞ্জ জেলা বটতলা এলাকার ও সৈয়দ নজরুল চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা কৃষি-বান্ধব নীতির দাবি জানান এবং সরকারের কাছে জরুরি পদক্ষেপ চান।

পথসভায় বক্তারা বলেন:
কৃষি সংস্কার কমিশন গঠন- কৃষি খাতের সুশাসন, ভর্তুকি ব্যবস্থাপনা ও কৃষকদের স্বার্থ রক্ষায় একটি স্বাধীন কৃষি সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়। বাজেটে কৃষির জন্য ৪০% বরাদ্দ- আসন্ন জাতীয় বাজেটে মোট বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবি জানান, যাতে সেচ, সার, বীজ, প্রযুক্তি ও বিপণন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত হয়।

কৃষকদের শোষণ রোধ করতে সরাসরি ধান-চাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য ফসল সরকারি ক্রয় কেন্দ্রে কিনে নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের কবল থেকে কৃষকরা মুক্তি পায়।

ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিতকরণ- ধান, আলু, পেঁয়াজসহ সকল কৃষিপণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করে কৃষকদের বাজার নিরাপত্তা দিতে হবে। উৎপাদন খরচের ভিত্তিতে দাম নির্ধারণের দাবি জানানো হয়।

কৃষক ঋণ ও সহায়তা, সুষ্ঠু ঋণ বণ্টন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ ও কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতা জমির উদ্দিন ও এবায়দুল ইসলাম সহ অন্যান্য বক্তারা বলেন, কৃষকদের রক্ত-ঘামে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে। সরকারকে অবশ্যই কৃষি-বান্ধব নীতি নিতে হবে।