কৃষি খাত সংস্কারের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠনের পথসভা

বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষি খাতের সংকট ও কৃষকদের ন্যায্য অধিকার এবং কৃষিখাত সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে কিশোরগঞ্জ জেলা বটতলা এলাকার ও সৈয়দ নজরুল চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা কৃষি-বান্ধব নীতির দাবি জানান এবং সরকারের কাছে জরুরি পদক্ষেপ চান।
পথসভায় বক্তারা বলেন:
কৃষি সংস্কার কমিশন গঠন- কৃষি খাতের সুশাসন, ভর্তুকি ব্যবস্থাপনা ও কৃষকদের স্বার্থ রক্ষায় একটি স্বাধীন কৃষি সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়। বাজেটে কৃষির জন্য ৪০% বরাদ্দ- আসন্ন জাতীয় বাজেটে মোট বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবি জানান, যাতে সেচ, সার, বীজ, প্রযুক্তি ও বিপণন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত হয়।
কৃষকদের শোষণ রোধ করতে সরাসরি ধান-চাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য ফসল সরকারি ক্রয় কেন্দ্রে কিনে নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের কবল থেকে কৃষকরা মুক্তি পায়।
ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিতকরণ- ধান, আলু, পেঁয়াজসহ সকল কৃষিপণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করে কৃষকদের বাজার নিরাপত্তা দিতে হবে। উৎপাদন খরচের ভিত্তিতে দাম নির্ধারণের দাবি জানানো হয়।
কৃষক ঋণ ও সহায়তা, সুষ্ঠু ঋণ বণ্টন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ ও কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতা জমির উদ্দিন ও এবায়দুল ইসলাম সহ অন্যান্য বক্তারা বলেন, কৃষকদের রক্ত-ঘামে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে। সরকারকে অবশ্যই কৃষি-বান্ধব নীতি নিতে হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন