কেউ আগামী নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেন কোনো বিতর্ক না হয় সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। কেউ চাইলেও আগামী নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। সব দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেয়াটাই কমিশনের লক্ষ্য।
শুক্রবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বলেন। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিইসি।
কে এম নুরুল হুদা আরও বলেন, আমি আশা রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমীরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন