কেউ নির্বাচনে যেতে না পারলে সরকার দায়ী থাকবে না
আইন অনুযায়ী কেউ নির্বাচনে যেতে না পারলে তার জন্য সরকার দায়ী থাকবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, সরকার এত ভীত নয় যে কাউকে বাইরে রেখে নির্বাচন করবে। তবে আইন অনুযায়ী কেউ নির্বাচনে যেতে না পারলে তার দায়ভার সরকারের নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবে কি পারবে না, এ বিষয়ে উচ্চ আদালতের দুটি রায় আছে। রায় অনুয়ায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিমকোর্ট ও নির্বাচন কমিশন।
‘আইন সম্পূর্ণ স্বাধীন। আইন আইনের মতো চলবে। অনর্থক হুমকিধমকি দিয়ে সরকারকে আইনবিরোধী কিছু করার চাপ দিয়ে কোনো লাভ হবে না’, বলেন মন্ত্রী।
আনিসুল হক বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়া সাজা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী তিনি আপিল করবেন। আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের তো কিছু করার নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন