কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নায়িকা সারাহ বেগম কবরী স্মরণে দোয়া মাহফিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/received_3669220639970747-867x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নায়িকা সারাহ বেগম কবরী স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা ও কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারাহ বেগম কবরী সরোয়ার এর মৃত্যুতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আজ ২৩ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় চট্টগ্রাম নগরের দিদার মার্কেট সংলগ্ন মৌসুমী আবাসিক এলাকার চৈতালি ভবনের নুরুচ্ছাফা তালুকদার হলে সংগঠনের সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র স ম জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর, সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মো হাসান মুরাদ, শ্রম বিষয়ক সম্পাদক মো কালিম শেখ, সদস্য রহিম পারভেজ, সাথী কামাল, লাকী আকতার, আঁচল চক্রবর্তী, ওসমান গনি, মো আব্দুর রউফ, মো কামাল হোসেন, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাহ বেগম কবরী শুধু একজন চলচ্চিত্র নায়িকা ছিলেন না, তিনি একাধারে একজন চলচ্চিত্র নির্মাতা, বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সাহসী ও মুক্তিযুদ্ধের চেতনার আপোষহীন ব্যক্তিকে হারাল।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সদ্য প্রয়াত সারাহ বেগম কবরীর মৃত্যুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌসুমি আবাসিক জামে মসজিদের ইমাম মাওলানা মফিজ উদ্দিন।সভার শুরুতে সারাহ বেগম কবরী ও ওয়াসিম এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন