কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন
যশোরের কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কতৃর্ক ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং কোর্সের ১ম ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২৭ আগস্ট রবিবার দুপুরে মোটর ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ প্রাপ্তদের বিদায় সংবর্ধনা টিটিসির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। টিটিসি’র অধ্যক্ষ আজিজুর রহমান খানের সভাপতিত্বে ও ভাষা প্রশিক্ষক ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্দনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটিসির ট্রেইনার আমিনুর রহমান, জামাল উদ্দীন, হুমায়ুন কবির, শিক্ষার্থী জামাল উদ্দীন প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ এমাজ উদ্দীন এবং গীতা পাঠ করেন চন্দন কুমার দাস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন