কে এই প্রিয়া প্রকাশ? (ভিডিও)
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিজেকে বানিয়েছেন সেনসেশন। ইন্টার দুনিয়ার এখন সবচেয়ে জনপ্রিয় তারকার নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। যদি বালিকার ‘চোখের পলক’ ইতিমধ্যে দেখে থাকেন, তাহলে আপনার হৃদয়ে কম্পন শুরু হওয়ার কথা। কেবল একটা চোখের পলক ইন্টারনেটে ঝড় তুলেছে।
ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তাকে নিয়ে চলছে আলোচনা। সবাই নিজেদের ওয়ালে শেয়ার দিচ্ছে ওই ৩০ সেকেন্ডের ভিডিও। কেবল ভুরু নাচিয়ে কোটি তরুণকে পাগল করেছে ভারতীয় ওই তরুণী।
প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ভারতের কেরালা রাজ্যের তৃশার এলাকার তরুণী। যার বয়স মাত্র ১৮ বছর। প্রিয়া তৃশার একটি মহিলা কলেছে বিকম পড়ছেন। এর আগে তিনি কিছু দিন মুম্বাইয়ে থাকতেন।
প্রিয়া একজন ক্লাসিক্যাল ড্যান্সার। তিনি মডেলিং পেশায় রয়েছেন। এর আগে তিনি বেশকিছু শর্ট ফিল্মে অভিনয় করেছেন। ‘অরু আধার লাভ’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবি।
ইন্টার দুনিয়ার তার নতুন গানের ভিডিওর দৃশ্যটি ছড়িয়ে পড়ামাত্র ৪৮ ঘণ্টা তার ফলোয়ার হয়েছে ১৭ লাখ। টুইটারে তিনি লিখেছেন, আমাকে ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। সবার মন্তব্যের জবাব দেয়া আমার পক্ষে সম্ভব না। তবে ভালো কাজের মাধ্যমে অবশ্যই আমি সবার কাছে পৌঁছাব।-এনডিটিভি অনলাইন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন