কে ক্ষমতায় আসবে কে আসবে না জনগণ ঠিক করবে: ডা: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা: শফিকুর রহমান প্রশ্ন ছুড়ে বলছেন, ভারতের প্রধানমন্ত্রী এবার মহান বিজয় দিবসকে তাদের দাবি করে টুইট করেছেন। বাংলাদেশের বিজয় যদি ভারত দাবি করে তাহলে আপনারা চুপ কেন। তখন আপনাদের চেতনা কোথায় যায়।

দিনের পর দিন সীমান্তে যখন লাশ পরে থাকে তখন আপনাদের মুখে কথা বের হয় না। বাংলাদেশে কে কোন দল করবে। কে কোন জোট বাধঁবে সরকার গঠন করবে। তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আর তরকারিতে কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) বিশাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, আ.লীগ ১৪ ইলেকশনে ১৫৪ টি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দীতায়, ১৮ তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪ এ হয়েছে ডামি নির্বাচন। আ.লীগ ডামি সরকার ছিলো বলেই সামান্য একটু ফু তে উড়ে গেছে।

তিনি বলেন, এখন আ.লীগ সরকার আবার হুঙ্কার দিচ্ছেন। তারা আবার ফিরে আসবেন। আবার দেশ দখল করবেন। আবার আগের মত তান্ডব চালাবেন। কিন্তু সৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসেনা। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।

ডা: শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন।

ঠাকুরগাঁওয়ে ১৭ বছর পর আয়োজিত জামাতের এই কর্মী সভায় হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য দেলাওয়ার হোসেন সহ অনেকে। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।