কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের পর সজবরখিলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা ইমরুল কায়েস রিয়াদ, সঞ্চালনায় ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শারদুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিন তালুকদার, সাবেক সহ-সভাপতি সুজন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান ছাড়াও জেলা, উপজেলা, শহর, কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন