কোনও ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর বদলগাছী শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সংগঠনের কার্যালয়ের পাশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী নেতা কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
বাংলাবদেশ জামায়াতে ইসলামীর বদলগাছী উপজেলা শাখার আমির মাওলানা ইয়াসিন আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বদলগাছী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আহসান হাবীবের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ও ৪৮ নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুরের জামায়াতে মনোনীত এম.পি পদপ্রার্থী মাওলানা মো:মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম জেলা ও বদলগাছী উপজেলার সাবেক আমির জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি মাওলানা মো:মাহফুজুর রহমান বক্তব্যে বলেন,কোনও ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেই।
তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদের সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ একটি সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন