কোনো বাধাই ময়মনসিংহের সমাবেশ আটকাতে পারবে না : মির্জা ফখরুল
শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহের সমাবেশে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘অনেক দিন আগেই ময়মনসিংহে সমাবেশ ডেকেছে বিএনপি। তবে হঠাত করে কোনো কারণ ছাড়াই শহরের কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এর অর্থ হোলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সন্ত্রাস তারাই সৃষ্টি করে। তারা গণতন্ত্রকে ধ্বংস করছে এবং রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। তবে এবার কোনো বাধাই আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না।’
চট্রগ্রামের সমাবেশকে উদাহরণ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দুই তিন মাস থেকে আন্দোলন করছি। কর্মসূচির দ্বিতীয় ধাপে আমরা বিভাগীয় সমাবেশ শুরু করেছি। এরই মধ্যে শান্তিপূর্ণভাবে চট্রগ্রামের সমাবেশ শেষ করেছি। যদিও আ.লীগ চট্রগ্রামের সমাবেশকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করেছে। সমাবেশে আসার সময় পথে পথে নেতাকর্মীদের বাধাগ্রস্ত করেছে তারা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে কথা বলার স্বাধীনতায়, লেখার স্বাধীনতায়, সভা ও মিছিল করার স্বাধীনতায়। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। আগে আমরা বলতাম বাকি দলগুলো বলতো কিন্তু এখন আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টির (জাপা) প্রধান কাদের সাহেবও বলছেন দেশে গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলছে।’
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন