কোন অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না : বাহাউদ্দিন নাসিম
মাদারীপুরে শহরের শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ ) সকালে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, কোন অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। সে লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ফিরোজ আহমেদ এর ব্যবস্থাপনা ও ম্যানেজিং কমিটির সভাপতি এইচএএম নিজাম উদ্দিন হামিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া প্রমুখ।
পরে নবনির্মিত সম্প্রসারিত ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কেএম রাশেদ কামাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন