কোভিড-১৯ প্রতিরোধে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে নতুন কমিটি
আসছে শীতকালে আবারও সংক্রমণ বাড়তে পারে কোভিড-১৯। সামনের দিনগুলোতে তাই ভাইরাসটির দ্বিতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বিদেশ থেকে আসা কোনও ব্যক্তির মাধ্যমে যাতে দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাস ছড়াতে না পারে সেটি পর্যবেক্ষণের জন্য নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সে লক্ষ্য, পররাষ্ট্র সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
আজ রবিবার এই বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘গোটা বিষয়টি পর্যবেক্ষণ এবং এই সম্পর্কিত করণীয় কী সে বিষয়ে এই কমিটি সুপারিশ করবে।’
যুক্তরাজ্যে দ্রুতগতিতে কোভিড ছড়িয়ে পড়ছে কিন্তু ঢাকা-লন্ডন ফ্লাইট চালু এই বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কয়েকটি দেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ওই দেশগুলোর বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবে এই কমিটি।’
ফেব্রুয়ারি ও মার্চে ইতালি থেকে আসা বাংলাদেশিদের বিক্ষোভের কারণে সরকার তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেনি, এবারও সেই ধরনের পরিস্থিতি হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, ‘এবার শক্তভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। কোভিডের কারণে স্বাস্থ্যকর্মী, মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিকসহ অনেককে আমরা হারিয়েছি।’
যারা বিদেশ থেকে আসেন তাদের অনেকের নেগেটিভ সার্টিফিকেট থাকলেও কিছু লক্ষণ ধরা পড়ে। এই ব্যক্তিদের বিমানবন্দরে শনাক্ত করার জন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বৃদ্ধি করা হবে। এই নিয়মটি আগে থেকে ছিল কিন্তু এবার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন