কোম্পানীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণীর ছাত্রী বিবি খতিজা আক্তার মুন্নি (১৪) বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। এসময় মুন্নির পিতা মুনির আহাম্মদ ও তার হবু বর রহিম উদ্দিন দিদারকে সরকারী কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমান আদালত ৫শ টাকা করে দুইজনের জরিমানা করে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে হৈদ বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে হৈদ বাড়ীর মুনির আহম্মদের মেয়ে ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নবম শ্রেণীর ছাত্রী বিবি খতিজা আক্তার মুন্নির বিয়ে আয়োজন চলছিল। সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রহিম উদ্দিন দিদারের (৩০) সাথে অপ্রাপ্তবয়স্ক ছাত্রী মুন্নির বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল। পৌরসভা প্রশাসন থেকে এ সংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম সহকারী কমিশনার (ভ‚মি) মাহফুজুর রহমানকে ঘটনাস্থলে পাঠান। পরে বর ও কনের পিতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে মুন্নিকে ১৮ বছরের পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়। মুন্নির পিতা মুনির আহাম্মদ ও তার হবু বর রহিম উদ্দিন দিদারকে সরকারী কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমান আদালত ৫শ টাকা করে দুইজনের জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন