কোরআন-গীতা ছুঁয়ে ৬০ পুলিশ কর্মকর্তার মাদকের বিরুদ্ধে শপথ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/image-67890-1531064845.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বিভিন্ন থানা এবং ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন কর্মকর্তা ধর্মগ্রন্থ (কোরআন শরীফ ও গীতা) ছুঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছেন।
রোববার সকালে যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় কোনো মাদক ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেবেন না বলে শপথ নেন এসব পুলিশ কর্মকর্তারা।
অনুষ্ঠানে পুলিশের ৬০ কর্মকর্তা শপথ করে বলেন, ‘মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ কিংবা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীদের প্রতি কোনোরূপ অনুকম্পা ও নমনীয়তা প্রদর্শন করবেন না।’
তারা আরও বলেন, ‘পবিত্র গ্রন্থ ছুঁয়ে বলছি, এই শপথ ভঙ্গ করলে আমি পাপী হিসেবে গণ্য হবো।’
শপথ অনুষ্ঠানে পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানীসহ (খ সার্কেল) সব থানার ওসি এবং সব ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ উপস্থিত ছিলেন।
কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো. শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন