কোহলিও আমলে নিচ্ছেন না বাংলাদেশকে!

গত কয়েক বছর ধরে দারুণ জমে উঠেছে বাংলাদেশ-ভারতের ক্রিকেট দ্বৈরথ। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর সেটা নতুন এক মাত্রা পেয়েছে। বিশ্বকাপের পরই ভারতকে ঘরের মাঠে সিরিজ হারায় মাশরাফিরা। তখন থেকেই স্বপ্নের মতো ক্রিকেট খেলছে টাইগার শিবির। মাঠের লড়াইয়ে পরিসংখ্যানটা যাই হোক না কেন, কথার লড়াইয়ে বাংলাদেশ কখনই ভারতের সঙ্গে পেরে ওঠেনি। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেও প্রতিপক্ষ সম্পর্কে তীর্যক কোনো মন্তব্য করেনি। তবে এ ক্ষেত্রে ভারতীয় দল একেবারে ঠোঁটকাটা।

দলটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক কটাক্ষপূর্ণমন্তব্য করে চলেছেন। সম্প্রতি বাংলাদেশকে ভারতের ‘নাতি’ বলেছিলেন বিরেন্দ্রর শেবাগ। বাংলাদেশকে ধর্তব্যের মধ্যে না রেখেই সেমিফাইনাল ও ফাইনালের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে রাখেন তিনি। এবার বাংলাদেশকে খুব একটা গায়ে মাখলেন না দলটির অধিনায়ক বিরাট কোহলিও। ভারতীয় দলনেতা আগাম জানিয়ে রাখলেন ইংল্যান্ড ও তাঁর দল খেলছে ফাইনালে!

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ভারতীয় দলকে আমন্ত্রণ জানায় ব্রিটিশ হাইকমিশন। সেখানে কোহলি-ধোনিদের সংবর্ধনাও দেওয়া হয়। ভারতীয় মিডিয়া ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে যে, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলছে ভারত! তাই আর রাখঢাক না করে কোহলিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেই বসেন, ফাইনালে কোন দলকে প্রত্যাশা করছে তাঁর দল। কোহলিও বোধহয় জেনে গেছেন, ভারতের সামনে খুব একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না বাংলাদেশ। আর পাকিস্তানও ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠবে না। তাই সোজাসাপ্টাভাবেই কোহলি জানিয়ে দেন, সবাই ভারত-ইংল্যান্ড ফাইনাল দেখতে চায়। আর দুই দলই যদি ভালো খেলে তাহলে নিশ্চয় তেমনটিই হবে।’

এমনটা বলে কোহলি বুঝিয়ে দিলেন, বাংলাদেশকে খুব একটা আমলে নিচ্ছেন না তাঁরা। এরপরই কোহলি বলেন, ‘ফাইনালে যেই থাক না কেন? ফাইনালে উঠতে পারলেই আমরা খুশি।’

এর আগে এই কয়দিন আগে বাংলাদেশকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন বিরেন্দর শেবাগ। ভারতীয় দলের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ বাংলাদেশকে ভারতের ‘নাতি’ বলে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। সেই শেবাগ পরে আবার বাংলাদেশকে উপেক্ষা করেছেন। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে কে জিতবে তা আগাম বলা মুশকিল হলেও ভারতকে ফাইনালের আগাম শুভকামনা জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে শেবাগ টুইট করেন, ‘চমৎকার একটি জয় পেয়েছে ভারত। খেলোয়াড়দের পারফরম্যান্সও ছিল অসাধারণ। তাই সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা।’

তাহলে শেবাগ ও কোহলি ধরেই নিয়েছেন যে, সেমিফাইনালের লড়াইয়ে ভারতই জিতবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে টপকে যে দলটি সেমিতে উঠেছে সেই বাংলাদেশ দলকে এমন হেলায় নিলে তার ফলটা খারাপও হতে পারে শেবাগ ও কোহলি!