কোহলিকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানের পুরুষ পুলিশ!

ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মন দেয়া-নেয়া হয়ে আছে অনেক আগে থেকেই।
তার পরেও তার নারী ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়।
কিছুদিন আগে ইংলিশ নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াইট বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
বিয়ের প্রস্তাব তিনি পেতেই পারেন। তাই বলে কোনো পুরুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব হয়তো তিনি আশা করেননি।
কিন্তু কোহলিকে বিয়ের প্রস্তাব দেয়া এমনই একটি ছবি ভাইরাল হয়েছে অনলাইনে।
ছবিটিতে দেখা যাচ্ছে, এক পাকিস্তানি পুরুষ পুলিশ একটি পোস্টার তুলে পোজ দিচ্ছেন। যেটাতে লেখা আছে, ‘কোহলি ম্যারি মি’।
ঘটনাটি ঘটে বিশ্ব একাদশের সঙ্গে পাকিস্তানের টি ২০ খেলার সময়। ওই পোস্টারটি হয়তো তার কোনো ভক্তই মাঠে নিয়ে এসেছিল। কিন্তু খেলা শেষে সেই পোস্টার নিয়ে পুলিশের পোজ দেয়ার পরেই হয়েছে এই কাণ্ড।
ছবিটির সঙ্গে জুড়ে দেয়া হয়েছে কোহলির একটি ছবি। ব্যাস এতেই তোলপাড় টুইটারসহ অনলাইন দুনিয়া।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন