কোহলির সেঞ্চুরির রহস্য ফাঁস
ওয়ানডে ম্যাচে এখনও পর্যন্ত ৩০টি সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সামনে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং ও স্বদেশী কিংবদন্তি শচিন টেন্ডুলকার। এরই মধ্য বিরাটকে বড়সড় সার্টিফিকেট দিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। তার মন্তব্য, শচিনের রেকর্ডও ভেঙে দিতে পারে কোহলি।
একদিনের ম্যাচে এতগুলো সেঞ্চুরি করার পেছনে রহস্য কী? সেই রহস্যের কথা অবশ্য নিজেই ফাঁস করেছেন ভারত অধিনায়ক। সংবাদ মাধ্যমে কোহলি জানিয়েছেন, সেঞ্চুরি করার কথা মাথায় রেখে ক্রিজে নামি না। তাই হয়তো সেঞ্চুরি করতে পারি। সেঞ্চুরির কথা মাথায় থাকে না বলেই কোনও চাপে থাকি না। আমার কাছে বড় ব্যাপার হল ম্যাচ বের করা।
তিনি বলেন, সেঞ্চুরির লক্ষ্যে খেলি না। ব্যাটিং করার সময়ে ম্যাচ বের করার কথাই মাথায় থাকে। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার একদিনের সিরিজে ভারতের সামনে অস্ট্রেলিয়া। রোববারই প্রথম ম্যাচে মুখোমুখি তারা। অজিদের সহজে হারানো সম্ভব হবে না। তবে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে।
অজিদের বিপক্ষে মাঠে নামার আগে নিজের পারফর্মেন্সের কথা বলতে গিয়ে কোহলি বলেন, ৯৮ বা ৯৯-তে নটআউট থাকলেও আমার কাছে কিছু যায় আসে না। আসল ব্যাপার হল দলকে জেতানো। তাই শেষপর্যন্ত আমি ক্রিজে টিকে থাকতে চাই। মাঠে নামলে নিজের ১২০ শতাংশ দিতে চাই। যতদিন খেলব ততদিন শতরানের জন্য খেলব না। ওটা আমার নিজস্ব খেলা নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন