ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি মুশফিকের

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম।
বুধবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে টাইগাররা যখন ধুঁকছিল, তখন হাল ধরেন মুশফিক ও সাকিব। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের বিশাল জুটি।
৮৭ রান করে সাকিব আউট হয়ে গেলেও মুশফিক নিজের ইনিংসকে নিয়ে গেলেন তিন অংকের ঘর পর্যন্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিকুর রহিম।
প্রায় এক বছর আগে (২৩ মে, ২০২২) এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর অবশ্য খেলা হয়েছে মাত্র দুটি টেস্ট। এবার আবারও মিরপুরের মাঠে জ্বলে উঠলেন মুশফিক। আইরিশ বোলিংকে উইকেটের চারদিকে খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















