ক্লান্তি || রোমান মোল্লা
ক্লান্তি
রোমান মোল্লা
যখন তোমার স্বপ্নগুলোতে
আলোর মেলা বসে,
তখন আমার স্বপ্নগুলোতে
বার্ধক্য আসে।
কঠিন বৈরাগ্যের মতো
সোনালী স্বপ্নের উদ্যাম যৌবন
বাঁক হারায় মরা নদীর মতো।
আর ক্লান্ত দু’চোখ
শুধু ঘুমোতে চায়—-
সে ক্লান্তি সহস্র বিনিদ্র রজনীর ক্লান্তি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন