ক্ষতিপূরণে দাবীতে গৌরীপুরে মাছচাষীদের মানববন্ধন
অতি ভারী বৃষ্টির ফলে সৃষ্ট অকাল বন্যায় ক্ষতিপূরণের দাবীতে ময়মনসিংহের গৌরীপুরে মাছচাষীরা মানববন্ধন করেছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পৌর শহরের কালীখলাস্থ কৃষ্ণচ‚ড়া চত্বরে রামগোপালপুর ইউনিয়নের হ্যাচারী ও মৎস্য চাষীরা এ মানববন্ধন করেছে।
বাঁধন মৎস্য হ্যাচারীর সত্ত্বাধিকারী মেহেরাব আরেফীন বাঁধনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, রামগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বর্মন হ্যাচারীর সত্ত্বাধিকারী যতীন্দ্র চন্দ্র বর্মন, আদর্শ হ্যাচারীর সত্ত্বাধিকারী হুমায়ুন কবির বাছির।
ধূরুয়া খামার ও মৎস্য হ্যাচারীর সত্ত্বাধিকারী এখলাছুর রহমান কিরণ, উজ্জ্বল মৎস্য খামারের সত্ত্বাধিকারী আব্দুল আল মামুন প্রমুখ।
মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, মৎস্য হ্যাচারী ও চাষীদের তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা ও সরকারি-বেসরকারি ঋণ প্রদানের দাবী জানিয়েছেন তিনি।
অন্যান্য বক্তারা ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন