ক্ষমতায় গেলে বেকার ভাতা চালুর ঘোষণা বিএনপির
আগামী জাতীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারলে বেকার ভাতা চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় রাজাগাঁও ইউনিয়নের চুয়ামনি বাজারে পথসভায় এসব কথা বলেন ফখরুল। এই আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনের সঙ্গে লড়াই করছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘একজন শিক্ষিত যুবক যতদিন চাকরি পাবে না, ততদিন পর্যন্ত তাদের বেকার ভাতা প্রদান করা হবে। সেই সাথে অন্যান্য যুবকদেরও বেকার ভাতা প্রদান করা হবে।’
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না বলে দাবি করেন ফখরুল। বলেন, ‘আওয়ামী লীগ বিনা ভোটে পাঁচ বছর ক্ষমতায় থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাজেই তারা নির্বাচনে যে কোন মূল্যে জয়ী হতে ভোট চুরি করবে। আর ভোট চুরি করতে না পারলে আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।’
বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের পরিবর্তন না হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কোনো জবাবদিহিতা থাকবে না। একদলীয় শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা পোক্ত হয়ে চলতে থাকবে। কাজেই পরিবর্তন আনতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।’
‘আর সে কারণে আজকে সবগুলো দল এক হয়েছে। ড. কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। এই জোটের একটিই উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেজন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয়ের আনতে হবে।’
এবারের ভোটে সেনা মেতায়েনের আগে তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ারও দাবি জানান ফখরুল। বলেন, ‘আমরা নির্বাচনের শুরু থেকে সেনাবাহিনী চেয়েছিলাম। তাদের ম্যাজিস্ট্রে্িরস পাওয়ার দিতে হবে, যাতে তারা শান্তি শৃঙ্খরা এবং আইনশৃঙ্খলা রক্ষা করবে। কিন্তু আমরা শুনেছি তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেকে ব্যবহার করবে। ম্যাজিস্ট্র্রেসি পাওয়ার না দিলে তেমন কোন কাজ হবে না বলে আমরা মনে করি। আমরা চাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা হোক।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন