ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ : প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/pm-প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সংঘাত, আগুন সন্ত্রাস, খমতা দখলকে পেছনে ফেলে ২০০৯ সাল থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে স্কাউট জাম্বুরীর ৩২তম সমাবেশের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, স্কুলের পাশাপাশি মাদ্রাসায়ও স্কাউটিং চালু করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিংয়ের প্রশিক্ষণের নির্দেশ দেন তিনি।
মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া নয় দিনব্যাপী এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর ৩২তম সমাবেশের আজ সমাপ্তি ঘোষণা করা হবে।
১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এ জাম্বুরীতে এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট র্কমর্কতা, স্বেচ্ছোসেবক রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশগ্রহণ করছে। স্কাউট আন্দোলনের নিজস্ব পদ্ধতিতে চলছে সুনাগরিক হওয়ার প্রশিক্ষণ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন