কয়েকটি আইপি টিভির অনুমোদন চলতি সপ্তাহেই : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আইপি টিভি অনুমোদনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ৬ শতাধিক আবেদন জমা পরেছে, সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই শেষে এসব আবেদনের প্রেক্ষিতে সবদিক বিবেচনায় চলতি সপ্তাহেই কিছু আইপি টিভির লাইসেন্স দেয়া হবে। তবে খুব বেশী আইপি টিভি অনুমোদন দেয়া হবে না, ১০ থেকে ২০টি অনুমোদন দেয়া হতে পারে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও জানান, এছাড়াও বেআইনীভাবে যেসব আইপি টিভি চলছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। দেশের বাইরে থেকে ফ্রিকুয়েন্সি ভাড়া নিয়ে আইপি টিভি পরিচালনার জন্য জন্য তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন