কয়েনের পরিবর্তে ক্রেডিট কার্ড দিয়ে টস!

খেলা শুরুর আগে টস হবে এটাই স্বাভাবিক। এতদিন কয়েন দিয়ে টস করা হলেও সেই রেওয়াজ ভেঙে ক্রেডিট কার্ড দিয়ে টস করে নতুন ইতিহাস গড়লেন ম্যাচ রেফারি। সম্প্রতি সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এমনই আজব ঘটনার জন্ম দিলেন রেফারি।

শুধু ক্রেডিট কার্ড দিয়ে টস করাই নয়, এই ম্যাচের রেফারি খেলার শুরু থেকেই একের পর এক কাণ্ড ঘটিয়েছেন। খেলা শুরুর আগে সদ্য জার্মানির জাতীয় দল থেকে অবসর নেয়া তারকা ফুটবলার মেসুত ওজিলের অটোগ্রাফ চেয়ে বসেন রেফারি। রেফারি সেই আবদার রাখেন ওজিল। এরপর খেলা শুরুর আগে ক্রেডিট কার্ড দিয়ে টস করেন।

সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেইন ফুটবল দল। ম্যাচটি আয়োজনের জন্য স্পন্সর করেছিল একটি সংস্থা। যারা মূলত ক্রেডিট কার্ড সরবরাহ করে থাকে। নতুন ইতিহাস গড়তেই কয়েনের পরিবর্তে ক্রেডিট কার্ড দিয়ে টস করেন রেফারি। সেই ম্যাচে আর্সেনাল ৫-১ গোলে পরাজিত করে পিএসজিকে।