খাগড়াছড়িতে আদিবাসী ছাত্র-জনতার শান্তিপুর্নভাবে এনটিসিবি ভবন ঘেরাও কর্মসূচী
খাগড়াছড়ি পার্বত্য জেলায় আদিবাসী ছাত্র-জনতার শান্তিপুর্নভাবে এনটিসিবি ভবন ঘেরাও কর্মসূচীতে ষ্টুডেন্টস ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গৌষ্টির কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্ব্বক সর্ব্বোচ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহষ্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় চেংগী স্কয়ার নামক স্থানে এ প্রতিবাদ-সমাবেশ করা হয়।
সাধারন শিক্ষার্থী হ্লাব্রেচাই মারমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী ডিগ্রী কলেজে’র সাধারন শিক্ষার্থী মংসাই মারমা, অংশিচিং মারমা, নয়ন চাকমা প্রমূখ।
বক্তব্য শেষে ২৪ঘন্টার মধ্যে হামলাকারীদের চিন্হিত করে প্রশাসন গ্রেফতার করা না হয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুুশিয়ারী উচ্চারন করা হয়।
এর আগে খাগড়াছড়ি সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাংগন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। চেংগী স্কয়ার হয়ে শাপলা চত্বর ঘুড়ে আবার চেংগী স্কয়ারে গিয়ে সমাবেত হয়।
এ সময় খাগড়াছড়ি-ঢাকা-পানছড়ি-মহালছড়ি-চট্টগ্রাম আন্ত: প্রধান সড়কে দু’ঘন্টা ব্যাপী সাধারন যাত্রী পরিবহন আটকা পড়ে যায়। বৃহষ্পতিবার বড় হাট বাজার হওয়ায় টমটম-ইজিবাইক, মাহিন্দ্র, টেক্সী, মটর সাইকেলসহ দু’পাশ থেকে আটকা পড়ে যানযতে বিড়ম্বনা পড়তে হয়েছে অনেক যাত্রী।
এদিকে ঢাকায় সংক্ষুদ্ধ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন ইউপিডিএফ। গতকাল ঢাকার মতিঝিলে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামধারী ফ্যাসিস্টদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।
বৃহস্পতিবার(১৬ই জানুয়ারি ২০২৫) উক্ত হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউপিডিএফের সহসভাপতি নূতন কুমার চাকমা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক, যা পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের পেটোয়া পুলিশের ভূমিকাকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেন এবং অবিলম্বে হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, জলকামান ও সাউন্ড গ্রেনেড দিযে হামলা চালালে তৈয়ব ইসলাম, জাহিদুল ইসলাম রিয়াদ, তাসমিয়া নেবুলা, এমডি ইব্রাহিম, মন, ইভান, সুমাইয়া, মো: বাবু(পথচারী), মারুফ ভুঁইয়া, পঙ্কজ নাথ সূর্য ও বাহাদুর ত্রিপুরাসহ আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একইভাবে ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার” মিছিলে হামলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের নিন্দা জানিয়েছে। গত ১৫ই জানুয়ারি ২০২৫ ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা”র এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পরিকল্পিতভাবে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর একটি ভুঁইফোড় সংগঠনের সন্ত্রাসী হামলায় ১০-১৫জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিযেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ(সি-জেএসপি), পার্বত্য চট্টগ্রাম।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি ২০২৫) ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে হামালাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন