খাগড়াছড়িতে আর্থ সামাজিক উন্নয়নে ইক্ষুর সাথী ফসলের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আর্থ সামাজিক উন্নয়নে ইক্ষুর সাথী ফসলের কৃষির গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২শে জুন) সকালে খাগড়াছড়ি শাখা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়নে জন্য ইক্ষু চাষ, সাথী ফসল ও ইক্ষু থেকে গুড় তৈরির উপর গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে সেমিনারে প্রকল্পে কলসালটেন্ট দিবাকর চাকমা জানান, এ বছর খাগড়াছড়িতে ১শত ৩০টি প্লটের আখ থেকে ১০টন গুড় উৎপাদন করা হয়েছে।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষিবিদ, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন