খাগড়াছড়িতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপি উৎসব

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯দিনব্যাপি উৎসব শেষ হলো। সারাদেশের ন্যায় পানছড়িতে উল্টো রথযাত্রার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ৯দিনব্যাপী রথযাত্রা উৎসব শেষ হলো। এর আগে শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে র্যালী শোভা যাত্রায় শ্রী শ্রী নারায়ন মন্দিরে ৯দিন মাসির বাড়ি থাকার পর আবার ফিরে আবার ফিরে আসে।
শনিবার(৫ই জুলাই) সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা ও বিকালে বর্ণাঢ্য র্যালি ও উল্টো রথ টানার মধ্যদিয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
এতে অংশ নেন সনাতনী স¤প্রদায়ের ৫শতাধিক নারী-পুরুষ ও ভক্তবৃন্দরা।
গত ২৭শে জুন শুক্রবার নানান ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ৯দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের সূচনা হয়েছিলো। ৫ই জুলাই রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হলো।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ সময় দেবালয় মন্দির কমিটির সভাপতি অর্জুন সাহা, সাধারণ সম্পাদক বিমান কান্তি দে, মন্দির, উত্তম বণিকসহ সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ, সনাতন স¤প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন