খাগড়াছড়িতে উৎসাহ উদ্দীপনায় সরস্বতীর পূজা পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে উৎসাহ উদ্দীপনায় সরস্বতীর পূজা পালিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে দেবী সরস্বতীর পূজা। নানা আয়োজনে খাগড়াছড়ির ৯টি উপজেলাতে পালিত হয়েছে দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষে জেলার স্কুল ও কলেজসহ বিভিন্ন মন্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার(৩রা ফেব্রæয়ারী) সকালে হতে ভক্তরা ভিড় করেন মায়ের অঞ্জলি নিতে। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজামন্ডপগুলো। এ উপলক্ষেসকাল থেকে খাগড়াছড়ি জেলার স্কুল – কলেজ সহ বিভিন্ন মন্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরস্বতী পূজা উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি কলেজ, গোলাবাড়ি ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় ল²ী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম, লোকনাথ বাবা মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা করা হয়েছে।
শিক্ষার্থী মোহনা সাহা বলেন, সকাল সকাল পরিপাটি হয়ে মায়ের অঞ্জলি নিতে মন্দিরে আসলাম। মায়ের কাছে একটাই প্রার্থনা করবো মা’যেনো আমাকে বিদ্যা দান এবং পরীক্ষায় যেনো ভালো ফলাফল করতে পারি।
খাগড়াছড়ি সরকারি কলেজ(আইসিটি বিভাগ) অধ্যাপিকা চন্দ্রিমা ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও খাগড়াছড়ি সরকারি কলেজ এ বিদ্যার দেবী সরস্বতীর পূজা করা হয়েছে। দেবী আমাদের শিক্ষার্থীদের যেনো বিদ্যা বুদ্ধি দান করে। আর পুজো উপলক্ষ্যে দিনব্যাপী আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলা ধুলা সহ বিভিন্ন আয়োজন থাকবে।