খাগড়াছড়িতে এথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে এথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলাতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় এথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম।

প্রতিযোগিতায় খাগড়াছগি সরকারি উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি আদর্শ হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

বালক ও বালিকা বিভাগে ১০০ ও ২০০মিটার স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্প অনুষ্ঠিত হয়। এছাড়া, শুধু বালকদের জন্য মোরগ লড়াই এবং শুধু বালিকাদের জন্য মিউজিক্যাল বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা চট্টগ্রাম বিভাগীয পর্যায়ের ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সুলতান আহমদ ভূঁইয়া, সাবেক এথলেট ও ফুটবল কোচ তুহিন কুমার দে, ক্রীড়া সংগঠক পরিমল কর্মকার, বিভিন্ন স্কুলের শিক্ষক, সমন্মূয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপূর্বসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।